হয়েছিল কিছু ভুল বোঝাবুঝি
তোমার আর আমার সম্পর্কের মাঝে
চলো মিটিয়ে ফেলি আজ সে দূরত্ব
করে নিই কিছু পুরোনো দিনের গল্প।
কতদিন আর করবে রাগ, কতদিন
দুটি হৃদয়ের মাঝের সেতুতে বজ্রআটুনি
এপারে ব্যাকুল একটি হৃদয় ওপারে অন্যটি
কিছু বলো ওগো অনুপমা
নিস্তব্ধতার খঞ্জরের আঘাতে ওষ্ঠাগত প্রাণ
ক্লান্ত মন বিদ্রোহী আজ
অনুমতির অপেক্ষা বিনা অস্ত্রত্যাগে এগিয়েছে
মুণ্ডচ্ছেদের অপেক্ষায় নতজানু তোমার সামনে।
তুমিই পারো করতে বিরত
শুধু একটা ছোট্ট আওয়াজের অপেক্ষা
দোহায় তোমায়, বিরত কর, ক্ষান্ত কর
তোমার চোখেও চাইনা বিরহের অশ্রুধারা
চলো মিটিয়ে ফেলি সম্পর্কের মাঝের দুরত্ব।