বেদনার বেনোজলে ভাসে উদাসী বাতাস
দুয়ারে দাঁড়িয়ে থাকা শতশত ভ্রান্তি
পলকা সুতোর বাঁধনে বাঁধা,
নগ্ন প্রতিচ্ছায়া আটকে স্পর্শহীন করতলে
বাঁধার চেষ্টা বিফলে যায় বারংবার।
সুপ্ত ভোরের আশায় জেগে
নাম না জানা রাতের তারারা
জ্যোৎস্নার আলোয় ফুটেছে রূপের বাহার
নগ্ন পায়ে হেঁটে বেড়াই নিঃসঙ্গ বালুচরে
আর কাটে না প্রহর একাকী।
একমনে চেয়ে দেখি নিশির রূপ!
নোনাজলের কোমল স্পর্শে
রঙিন স্বপ্নের ঢেউ খেলে যায় মনে
এখনও দাঁড়িয়ে আছি আলুথালু একাকী
অচেনা পথ আর সাথী নির্বাক আকাশ ।।
নৈরাশ্যের কঙ্কালঘরে জমে অব্যাক্ত প্রশ্নগুলো
বৃথা অপেক্ষায় কেটে গেছে অনন্ত যৌবন
অসমাপ্ত গল্পের কাল্পনিক চরিত্রগুলো ঢুলুঢুলু
সর্বনাশী কালোর মেলা ঘুমন্ত চোখে
ধ্রুপদী সাঁঝ যেন হারিয়ে গেছে রংধনুর সাত রঙে
খুঁজে পায় তারে হিজাবের কোন দোকানে।।