ছদ্মবেশী প্রদীপের মৃদু আলোয়
মাঝ রাতে অর্থহীন অসময়ের ডাক,
স্বপ্ন জড়ানো অপূর্ণ ঘুমের রেশ
সভ্যতার দৌড়ে ক্রমেই পিছু হঠে।
আগুন খসানো মরীচিকার শূন্য আস্ফালন
নিরক্ষরেখার ওপাশের ক্ষত দগদগে তরতাজা
ইতিহাসের পাতার শেষ পংক্তিমালাও
রাঙানো টকটকে রক্তের দাগে।
কথার চাদর হঠিয়ে উঁকি দেয়
বাস্তবের মান-অভিমানের ঠুনকো ব্যাথা
"তাকে" সাজানো ধুলো মাখানো হাতপাখা
বদলেছে দিন, জীর্ণ দৈন্যতা আহত করে।
ভেসে গেছে অলকানন্দার সুপ্ত বাসনা
কিঙ্কিণী নির্ঝর জলস্রোতে ।
বন্ধ চোখে মিটিমিটি হাসে
রঙিন মায়াবী আকাশের পূর্বাভাস।
তাক --দেরাজ