সম্পূর্ণ আলাদা স্বাদের অপূর্ব রচনা
স্বর্ণাক্ষরে রচিত হবে উপন্যাসের পাতায় পাতায়
মুখোশের আড়ালে মানবের কৃত্রিম ভেক
পদেপদে সে মুখগুলোর অমানবিকতার প্রদর্শন,
আর না ভুলানো বেমানান সব নিষ্ঠুর পাশবিক
কর্মযজ্ঞ।
ঠিক নারকোলের মতই মানবের দ্বিমুখী বিধি আচরণ
সামনে থেকে অতিসাধারণ
কিন্তু ভেতরটা সম্পূর্ণ বিপরীতধর্মী, তিক্ততায় ভরপুর।
বিষাক্ত সর্পের মতই বিষ এখনও বহমান মানব শরীরে
মাঝে শুধু এক ছোট্ট বিষাক্ত ফোঁসের অন্তরাল...
ব্যস সেদিনই নবরূপে রচিত হবে
হিরোশিমা নাগাসাকির মতই নিষ্ঠুরতম
বর্বরতার আরও এক অধ্যায়।