ধুক-ধুক করে চলছে
জীবনের অন্তিম শ্বাসপ্রশ্বাস
চলার পথে একাকী পথিক
এখনও অল্প সল্প কিছু স্বাস বাকি
অবহেলার সম্মুখীন নিত্য চলার পথে
ফিরেও দেখেনা কেউ কোনও দিন ভুলে
নিশ্চিত কাল একদিন বন্ধ হবে
হৃদয়ের ধক ধক চিরতরে
বিলীন হবে আত্মা নভমণ্ডলে
বড়ই অদ্ভুত আশ্চর্য মানব প্রকৃতি
দলে দলে সেদিন কাফন সরিয়ে
সাগ্রহে সবাই দেখবে নিথর মুখখানি।