তুমিও নীরব, আমিও নীরব
তুমিও নিশ্চুপ, আমিও নিশ্চুপ
সম্পর্কের মাঝে আলোকবর্ষের দূরী
বন্ধ চোখাটের ভিতর কথাগুলো বাকরুদ্ধ
মিথ্যা যাতনায় বিগদ্ধ মন
মান অভিমান ভাঙানোর উপায় কি?
ইচ্ছে করে খোলা আকাশের নিচে
শিশির ভেজা ঘাসের উপর বসে দুদণ্ড মৌন
দুজোড়া হাত হাতে রেখে নিভৃতে
আশ্চর্য মগনে দেখবো
আকাশ ভরা তারাদের লুকোচুরি খেলা
দেখতে দেখতে, আমরাও ভুলে যাব সব ক্লেশ।
মায়াবী রাতের মায়ার ছোঁয়ায়
সম্পর্কের ফাটল জোড়া লাগার
রহস্য উদঘাটনের, সমাধানের
কোনও না কোনও সূত্র অচিরেই আসবে সামনে।