বাঁশির সুরে মগন ।
আঁখি মেলে চির অপেক্ষায় রাধা
জনম জনমের দুঃখী!
অভাগিনীর ব্যথা কি কারও অজানা?
ব্যথাতুর আকাশ, ব্যথাতুর বাতাস,
ব্যথাতুর সমগ্র ধরিণী।
আর কৃষ্ণের ব্যথা!!
সে তো অষ্টপ্রহর সহাস্যে
মনের পীড়া ফুঁ দিয়ে উড়িয়ে চলে
তার বাশুড়ীর সুরের মোহজালে
নৃত্যে মগন জগ সারা
তার মনের ব্যথা কি কেউ বুঝে?
সহানুভূতির স্রোতে তো ভেসে যায় রাধা
কৃষ্ণের ব্যথার খোঁজ কে বা রাখে?