বৃষ্টিতে ভেজা পদচিহ্ন আর
হৃদয়ের স্মৃতি মুছে গেছে নিমেষে,
সময়ের নিষ্ঠুর প্রকোপে।
বিলিন শেষ ইচ্ছেটুকুও
এই অপরূপ মন বসুন্ধরার।
চিরপরিচিত চাহনি আজ অচেনা
বিশ্বাস হয় না, করতেও ইচ্ছে করে না ।
যদি শ্বাস থাকে প্রাণে
কথা দিচ্ছি ঠিক খুঁজে নেবো তোমায়
কোনও না কোনও মিষ্টি-মধুর কাকলিতে,
নয়তো ধূসর কুয়াশার ঝাপসা আলোতে,
কোনও এক দিগন্তের সসীম কালোয়,
বা সমুদ্রের বুকের চোরাবালিতে।
দুজোড়া হাতের স্পর্শের কোমল পরশে
অনাকাঙ্খিত বার্তা নিয়ে আসবে হৃদয় জুড়ে
মন থাকবে মত্ত হাজার রেনুতে
হয়তো সৌন্দয্য ঘেরা প্রকৃতির মাঝে
ভ্ৰমরের মতো ছুটে আসবে তুমি
আমার মন দুয়ারে
মিলন হবে সেই তরুর বনে, মেহগনির ছায়ায়।