গহীন রাত, বাহিরে ঝিঁঝিঁর ডাক
মাতাল মনে মৌমাছির গুঞ্জন
গভীর নিদ্রায় বিভোর স্বপন
কখন যে তারে জাগায়।

হৃদয়ের রঙিন ক্যানভাসে
সযত্নে আঁকা আঁকি বুঁকি
সময়ের কালচক্রে মলিন
কবেই বা তারে জানাই।

অবুঝ মন, ইচ্ছের দাস
প্রায়ই এক প্রশ্ন করে
হে পথ ,তোমার অন্ত কোথায়?
কি করে যে বুঝায়।

একাকী পথিক, অনন্ত পথ
নিত্য ভয় করে চলার পথে
ইচ্ছে করে পাশে পেতে
কখন যে তারে জানাই।

একাকী পথিক, পথভ্রষ্ট রাহি,
ঘুরে বেড়ায় দিক-দিগন্তে
কখন যে তারে ডাকি?
আর সাক্ষাতেই বা কি বলি?

গহীন রাত, বাহিরে ঝিঁঝিঁর ডাক
গভীর নিদ্রায় বিভোর স্বপন
কখন যে তারে জাগায়।
......।