বেশ কিছু সমস্যা ছিল
একটা কৈফিয়ৎ-ও ছিল
কিন্তু সমস্যার সমাধানের
সূত্র খুঁজতে খুঁজতে
কৈফিয়ৎ হারিয়ে যায় চিরতরে।
কিসের-ই বা এত অহংকার?
শালীনতার আবরণটুকুও নেই
নিরাভরণ মন পুষেছে মূল্যহীন বোধ
খণ্ড-ত হীনতায় ভুগছে বুঝেছি।
বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজনও নেই
শংসাপত্রের মেয়াদ উত্তীর্ণ আগেই
ঠিক কি ভাবে ঘটে দুর্ঘটনা
কৈফিয়ৎ তো চাইবে অনেকেই!!
ছোট্ট জীবন, সামনে অনাগত ভবিষ্যত
অসমাপ্ত যাত্রা, জেগে আছে অনেকেই
না কোনও কৈফিয়ৎ নয়
আয়না ছাড়াও মুখটা দেখা যায়
যদি দেখার দৃষ্টিভঙ্গি, না বদলায়।