কি লিখবো,
কি জানাবো তোমায় সে সম্পর্কের কথা,
আমাদের পবিত্র বন্ধনের পবিত্রতার কথা
অদৃশ্য সুতোয় বাঁধা অটুট বন্ধনের কথা
তন্ন তন্ন খুঁজেছি অভিধানের পাতায় পাতায়
না, খুঁজে পাইনি সে বন্ধনের কোনও সঠিক সংজ্ঞা।
অনেক বেসেছি ভালো,
ঘুরে ফিরে মনের আয়নাতে দেখেছি বারবার
তোমার সুমিষ্ট চেহারাই ভেসে উঠেছে প্রতিবার
মনের কোণায় কোণায় স্মৃতির নিত্য আনাগোনা
কবেকার সেই আলিঙ্গনের স্মৃতি,
প্রসারিত বাহুদ্বয়ের মাঝে আলিঙ্গনের অনুভূতি
এখনও ফিকে হয় নি
অনেক শ্রাবণ ঝরে গেছে ঝরঝর করে
তবুও অপেক্ষায় ক্লান্ত আঁখি মেলে,
এখনও দাঁড়িয়ে শুধু তোমার আগমনের রাহে
বাহুদ্বয় মেলে ঠাঁই দাঁড়িয়ে আছি
আরও একবার উষ্ণ আলিঙ্গনের ছোঁয়া পেতে
অপেক্ষায় আছি, তুমি আসবে তো?