দুঃখের অকাল বর্ষণে
এক টুকরো হাসির আচ্ছাদন
বাঁধন-হীন জীবনকে বেড়ি পড়ানোর সুকৌশল
বেড়ির আষ্টেপৃষ্ঠেই হাঁসফাঁস সরল গতিপথ।
খুশি, এক বাস্তব অধিকার!
তবুও প্রতীক্ষা!! কেন?
গল্পটি লেখা হয়েছিল সঠিক দিশাতেই
আলোচনার কেন্দ্রবিন্দুতে কখনোই ছিল না জীবন
খুব বেশি নয়,গুটিকয়েক প্ৰশ্ন ছিল,
সম্পূর্ণ ভিন্ন স্বাদের !!
প্রাপ্য কিছু উত্তর ছিল সত্য, তথ্যে পরিপূর্ণ
কিছু মিথ্যা, সম্পূর্ণ বিভ্রান্তিকর।
কিছু প্রশ্ন চূর্ণবিচূর্ণ হয়েছিল সত্যের মোকাবিলায়
অগুনতি প্রশ্ন!! অসাধ্য তার সংক্ষেপিত বর্ণন
সত্য মিথ্যার মন্থনে ভেঙে খান খান মৌনতা,
কঠোর ভাবে দমিত নিজেরই 'কণ্ঠস্বর'
বিদ্রোহী ছিল কিনা প্রশ্ন থেকেই যায়!!!
আর খুশি????