মহাশূন্যে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র বর্জ্যের মত
মাটির ভেতর মিশে যাওয়া অসংখ্য কণার মত
নিজেকে পেয়ে থাকি সদা বিক্ষিপ্ত
রঙ অনেক, অনুভব অনেক, অনুভূতিও আলাদা আলাদা
অস্তিত্বের উৎসের বিফল খোঁজে খোঁজো না আমায়
মিথা শব্দের অর্থের বেড়ীতেও বাঁধো না আমায়
আমি সদা চঞ্চল এক অস্থির প্রাণ।
ক্ষণে ক্ষণেই আসে পরিবর্তন গঠনে-অবয়বে,
স্বভাব-চলন আর নিত্য আচার-আচরণে,
পূর্ণতার অপেক্ষায় ছিলাম অনন্তকাল
এখনও চলছে ভাঙাগড়ার নিত্য ইতিহাস
না পেরেছে কেউ নাপতে আমার বুকের গভীরতা
না পেরেছে কেউ নাপতে আমার বিশালতা
আমার জন্ম রহস্যও বেশ জটিল ঠিক নক্ষত্রদের মত।
দ্বিধান্বিত নয় জানাতে সকলেরে
আমি এক অপূর্ণ ক্ষণিক মানব।