একলা বাতায়নে একাকী পথিক,
জমিয়ে মনে,একগুচ্ছ মান-অভিমান
আর সসীম চাওয়ার অন্তহীন আকাঙ্ক্ষা,
আমি এক ক্ষণিক পরিচয়ের অ-মানব।
আজ পরিবেশটা বেশ সুন্দর, মনোরম
শুধু আশ্চর্য্যরে বিষয়
জীবন-মরণ সমস্যা হয়েই থাকলো
এখনো সমাপ্তি হয়নি
জোছনার খেলা জীবনের আঙিনায়
কিন্তু মুখ্য বিষয় সেটাই নয়
মুখ্য বিষয় হল এ সল্প জীবন
যাকে মনে করি অনেক দামী,
কিন্তু কম্পিত, অসহায় , সংকিত
আর আচ্ছাদিত ছিন্ন পত্রে ।
আর্ধেক জীবন পাড়ি দিয়েছি সদর্পনে
তবুও সন্ধান পাইনি সঠিক পথ
রূপান্তরযোগ্য তুচ্ছ এ জীবন
সরলতার চোখে জড়তাহীন
অসীমে মিলেছে যার অর্থ নিরার্থ
ধূসর কালবেলায় মলিন জীবন, কুয়াশার চাদরে,
নিষ্ঠুর আদরে আড়ষ্ট যে মরণ
ভীরুতার কৌটায় আবদ্ধ জীবনের শুষ্ক রুক্ষতা।
সেদিন ছিল না সদুত্তর,
কেন আমি নিষ্ঠুর মম অন্তরে?
বুঝেছি আজ।