কেন ছুটে চলেছো স্বপ্নের পিছনে?
তুমিও তো দেখেছিলে কিছু স্বপ্ন
কিছু অম্ল, কিছু মিষ্টি মধুর।
যখন অবুঝ হৃদয় ছোটে দিশাহীন লক্ষ্যহীন,
শক্ত বাঁধনে আটকে রাখার প্রয়াস
মিথ্যা মাত্র।
কেন দিশাহীন?
এলোমেলো পথ?
বিচ্যুত কক্ষপথে,
পাগলের প্রলাপ নয় কি?
না বেছে নিয়েছো জীবনের সরল পথ?
স্বেচ্ছায়, স্বজ্ঞানে।।
একবারও কি করেছো প্রশ্ন নিজেকে?
সঠিক ছিল কি স্বপ্নগুলো!!
আজ বাঁধন-গুলো সব আলগা,
সবকিছুই দূরে, বহুদূরে, নাগালের ওপারে
পাশে দাঁড়িয়ে শুধু ঐশ্বর্যের মেলা
আর অফুরান ধনদৌলত।।
ক্ষান্ত হও, ভেবে দেখ শুধু একবার
কেন কপালে চিন্তার ভাঁজ ,
কেনই বা বেঁচে আছো অল্প অল্প শ্বাসে
সব কিছুই তোমার পদতলে,
তবে কেন?
ভীত, সন্ত্রস্ত, পালিয়ে বেড়ায়
নিকষ কালো আঁধার থেকে
সুযোগ ছিল,
কিন্তু দূরে ঠেলে দিয়েছো প্রকাশ।
এখন শুধুই অন্ধকার, গহীন অন্ধকার।
এগিয়ে তো ছিলে সঠিক লক্ষ্যে
কিন্তু কেন পথভ্রষ্ট?
হয়তো হারিয়েছো বাঁচার সব রসদ।
আজ একাকী, নিঃস্ব
খালি হাতে ফিরে যাওয়ার তোড়জোড়।