অনুতাপের অনলে বিদগ্ধ মন প্রান্তর
পাপের প্রায়শ্চিত্তের দংশনে ক্ষতবিক্ষত বিবেক
গ্লানির তাড়নায় মন আজি সন্ন্যাসী
হৃদ-প্রাসাদ ত্যাগে আশ্রয় মরুভূমির নির্জন প্রান্তরে।
সে মরুভূমির মধ্য গগনে শুধুই সূর্যের তেজ
তার তপ্ত বালুকণার বিমুখ আচরণে বিক্ষুব্ধ পদতল
ক্যাকটাসগুলোর ব্যঙ্গ হাসিতে বিরূপ মন
এক ফোঁটা জলের আশায় ওষ্ঠাগত নিরুপায় প্রাণ।
সহসা নয়ন ছুটে যায় এক দীর্ঘ ছায়ার আগমনের অভিমুখে
গুটিপায়ে ক্রমশ প্রকট হয় এক পরিশান্ত দেবদূত
আশীর্বাদের পরিপূর্ণ ঘট অক্ষিতে ভরে
হয়তো এসেছে সে সহায়তার ঝুলি নিয়ে।
তার শান্ত-কোমল সুরের লহমায় উজ্জীবিত মন
সূচনা করল শেষ না হওয়া দুঃখের ইতিহাস
গলগল অশ্রু ধারা বহে চলে দেবদূতের দু-গাল বেয়ে
সে অশ্রু জলে নিমজ্জিত হল মরুভূমি প্রান্তর।
এসেছিল সে, দুটি সান্ত্বনার বানী শোনাতে
এসেছিল সে, কিছু মিষ্টি মধুর কথার শিক্ষা বিতরণে
কিন্তু,এ কঠিন ক্ষণে কেই বা দেবে তারে সান্ত্বনা
কেই বা মুছিবে তার বাঁধনহারা অশ্রুর প্রবাহধারা।