গোধূলির আলো নিভে আসে সেদিনের মত
বাসের হাতল ছেড়ে হাঁসফাঁস মন তখন বোহেমিয়ান
তারও আছে আলাদা রকমের আকর্ষণ
মত্ত শহরও যেন একটা আস্ত হারমোনিয়াম
একদল দেশপ্রেমী, ওপারে দখলদার
এপারে কিন্তু ফিটফাট ভদ্রলোক
খোকন বাবুর বাইক বগলে কাঞ্চনজঙ্ঘা জয়ের কাহিনী
এখন গা-সওয়া হয়ে গেছে
গুরুচণ্ডালী রোগ, এই আর কি!
শপিং মলের আলোর পিছনে অন্ধকারের বাস্তব ছায়া
শিউরে ওঠে। গায়ে কাঁটা দেয়।
একটু পরেই পিলপিল করে গজিয়ে উঠবে মদের ঠেক
পাড়ার মোড়ে তখন খরিদ্দার খুঁজতে ব্যস্ত একদল অল্পবয়সী পতিতা
আড়ালে, জনমানসে তৈরি হয় আগুনপাহাড়,
কবে যে তার বিস্ফোরণ হয়, কে জানে!
গল্প কাল্পনিক হলেও কিন্তু বাস্তব।