নিকষ কালো গহীন রাত
ক্লান্তিকর বিষণ্ণতার কামাতুরে ভরপুর
শুষে নিয়ে তারাদের আলো চিরতরে
একত্রিত ঘোমটার আড়ালে।
ঘ্রাণ-হীন ফুলের সুবাস থেকে বঞ্চিত
মৌমাছিদের হাসি শুকিয়েছে চিরতরে
ভরা বসন্তেও পাপড়িতে লাগে না দোলা
পালতোলা নৌকা দিশাহীন রাতের অনুরাগে।
হাজারো প্রশ্নবাণ, হাজারো তার উত্তর
তবুও উত্তরহীন অনেক প্রশ্নই আঁধারে
প্রহর শেষে আলো জ্বেলে
দ্বিধার প্রশ্ন বাণে জর্জরিত অনেক বোঝাপড়া।
বিষণ্ণ রাত, নির্ঘুম ছটফটে ব্যথাতুর
কাজল কালো আঁখিতে
এখনও সাজানো স্বপ্নিল স্বপ্নের ডালি
বৃন্তচ্যুত নিভে যাবে কি গহীন আঁধারে?
কালো রাতের শেষে সবুজ সকালের আনাগোনা
ঝরাপাতা মাড়িয়ে স্নিগ্ধটার শালীন চুপিসারে
জেগে উঠবে নতুন ঝলমলে প্রভাতে
আর নিঃসাড়ে রাতের মৌনতা
বিলীন হবে দিবার অমোঘ আবেশে।