নীরবতার কালো রঙের মনে
অতীতের কত মলিন প্রতিচ্ছবি
দেবালয়ের অদূরে অপেক্ষারত
অনিদ্র রাতের শোকগাথা।
এলোমেলো বিষণ্নতায় স্মৃতিরা
ভুলেও পিছুটান ছাড়ে না
জীবন এক চরম উপহাস মাত্র
বিসর্জনের ছোঁয়ায় আর নেই সে ব্যাথা।
ফেরার পদধ্বনি ক্রমশঃ স্পষ্ট, নিকটে
অস্তেপিষ্টে জড়িয়ে আছে নৈঃশব্দের ভাষা
আর পরিকল্পনাহীন
কিছুটা হ্যাঙলা পাতলা উড়ন্ত ভাবনা।।