এক যুবক পেটের দায়ে
শহরের ঠিক ব্যস্ততম গলিতে
খুলেছে কাফনের দোকান,
নিত্য সে প্রার্থনা করে
হে ভগবান আশীর্বাদ কর!
ব্যবসাটা যেন ফুলেফেঁপে ওঠে।
পাশের মন্দিরে ঠাসা ভিড়
উপচে পড়ছে ভক্তির রস
সকলের বিনতি হাতজোড়ে
হে প্রভু বিনাশ কর
সর্বনাশা দোকানের।
কাফন - শবদেহ ঢাকার সাদা কাপড়