সভ্যতার পেন্ডুলাম উঁকি দেয়
শূন্যতার ধূসর পাহাড় চুড়োয়
পিসার হেলানো স্তম্ভটি বিভ্রান্ত
শ্রাবণের নির্বোধ অতি বর্ষণে
একটি নদীর ব্যর্থ ইতিকথা
ধুয়ে মুছে নিয়ে গেছে স্বপ্নের সোনালী রঙ
অমলকান্তি রোদ্দুরের ছিঁচকাঁদুনী
আটকে রেখেছে পৃথিবীর সব ভালোলাগা
অসম যুদ্ধে নিভে গেছে আশার দীপ
বাতি জ্বালানোর সামর্থ্য নেই আর
এখন শুধু সামনে নীল পাহাড়
পাশে বহে চলেছে খরস্রোতা নদী
জলের রঙ যেন লালচে
আর পানের যোগ্য রইলো না বুঝি!!