যদি পেতাম তোমায় এক কুয়াশা ভেজা প্রভাতে
জড়িয়ে রাখতাম সজোরে উষ্ণ আদরের চাদরে।
যদি পেতাম তোমায় শ্রাবনের বৃষ্টি ভেজা দুপুরে
ছুঁয়ে দিতাম সেঁওতি রঙের অধর বৃষ্টি ধারা হয়ে।।
যদি পেতাম গোধূলির শেষ লগনে
সব কিছু ভূলে আপন করে নিতাম
এঁকে দিতাম হৃদয়ের কোণে কোণে
ভালোবাসার সোনালী জলে চিত্রপট।।
যদি পেতাম তোমায় ভরা পূর্ণিমার রাতে
স্নাত করতাম জোছনার ছিটের আবেশে।
যদি পেতাম নিশ্চুপ নিশুতি অন্ধকারে
ভরিয়ে দিতাম প্রাণ হাসনুহানার মাতম গন্ধে ।।
যদি পেতাম তোমায় সোনালী পাড়ের শাড়িতে
যতনে তুলে রাখতাম হৃদয়ের দেরাজে।
যদি পেতাম অনিঃশেষ অনুভূতি গুচ্ছে
তুলে রাখতাম নিঃশ্বাসের টলটলে সুগন্ধে।।
যদি পেতাম তোমায় আগমনীর সুরে
মুছে সব গ্লানি ভরিয়ে দিতাম আনন্দে।
যদি পেতাম তোমায় অগণিত ভিড়ে
ধরে রাখতাম হাতখানি দৃঢ় বন্ধনে।।
যদি পেতাম তোমায় লক্ষবিহীন পথে
ফিরিয়ে দিতাম সযত্নে স্রোতের কক্ষপথে।
যদি পেতাম তোমায় বিচ্ছেদের স্মৃতিচারণে
ঠিকই খুঁজে দিতাম সুখ, বিরহের নির্যাসে।।
তারপরেও যদি পেতাম দেখা,
কোনও এক ক্ষণে, লিখে দিতাম তোমার নাম
দূরের এক টুকরো আকাশের গায়ে
তুমিও জ্বল জ্বল করতে নক্ষত্রদের সাথে।।