জীবনের চলার এবড়ো খেবড়ো পথে
অন্তহীন পরীক্ষা শুধু আমারই সম্মুখীনে
এক পরীক্ষার ফলাফল ঘোষণার আগেই
শুরু হয়ে যায় পরবর্তী পরীক্ষার প্রশ্ন বন্টন।
নিত্য শত বাধা ও ঝঞ্জার আকস্মিক আগমণ
ঝুঁকিনি কোন দিনই, চলেছি আপন গতিতে
রুক্ষ-শুষ্ক, নির্দিষ্ট-অনির্দিষ্ট আঁকাবাঁকা পথে
এজন্যই কি পাষাণ হৃদয় নামে সম্বোধন
হাঁ, গিরগিটির রঙ বদলের কলা এখনও শেখা বাকি
তাই কি পিছিয়ে পড়ি বারবার ,
জীবনের চলার পথে অবিরাম?