আজ নেই কোনও অভিযোগ
রাগ অনুরাগের ঝুলি
না জেগেছে কোনও বিদ্বেষ মনে
নিজের বা অন্যের প্রতি,
তবুও মিথ্যা অনুশোচনায় বিদগ্ধ মন।
কেন? তারও নেই কোনও সদুত্তর
এমন সাজা তো ভাগ্যে ছিল না লেখা
তবুও জুটেছে অনাকাঙ্ক্ষিত সাজা।
হে সৃষ্টিকর্তা, মহা-পরাক্রমশালী, সর্বজান্তা
তোর কারণে, তোর ভয়েই
তোর থেকেই পালিয়ে বেড়াচ্ছি মূর্খের মত
জানি বাঁচা অসম্ভব !!কঠোর দৃষ্টি থেকে
তবুও,প্রচেষ্টা অব্যাহত।
নিজ জীবনের মূল্যের হাত থেকে
দূরে, ক্রমে ক্রমে দূরে
যেতেই থাকি প্রতিক্ষণে।
দর্পণ সেই কবেই মুখ ফিরিয়ে
তবুও দেখতে থাকি মলিন প্রতিবিম্বে
বিবশ, শক্তিহীন ও কমজোর
অথর্ব বৃদ্ধ দাঁড়িয়ে লাঠির ভরে
একগুচ্ছ অভিযোগের ঝুড়ি হাতে।