চলার পথে ছোট্ট ছোট্ট অন্তরায়
প্রায়ই কেঁদে ফেলে ভয়াতুর মন।
প্রচণ্ড ঝড়ে, তুফানের কবলে,
সুখ-দুখের উঁচু-নিচু ঢেউয়ে
নিস্তেজ হয়েছে প্রাণবন্ত দেহ-মন।
আত্মতুষ্টির মায়াবী সুরে
মোহজালের মিথ্যা ভ্রমে
নষ্ট হয়েছে বহু মূল্যবান সময়
আর হারিয়েছে সব ছোট্ট ছোট্ট পল।
শুধু প্রবল জেদ ও সাহসী পদক্ষেপ
এখন বেঁচে থাকার একমাত্র পণ।