অবসাদ গ্রস্ত কালো রাত
ঠিকানাহীন শব্দের দল
সুকৌশলে এড়িয়ে যাওয়া বাস্তব ক্ষণ
অনায়াসে ভেঙে যায় তাসের ঘর
চুরচুর করে বেদনাহীন,নিঃশব্দে।
রাত তখনও ছিল বাকি
তন্দ্রাছন্ন আঁখি জোড়া
স্বপ্নে পরীদের আনাগোনা
অধরা স্বপ্নেরা করে পরিহাস
এমন রূপের জ্যোৎস্নায় অর্থহীন ঘুম।
নীল ধ্রুবতারা তখনও জেগে
আর জেগে একাকী আমি
রাতের নিস্তব্ধতা একান্ত আপন
অগোছালো একাকী বিষণ্ন মন
ঘুম তাড়ানো আর্তনাদ,ভয় লাগে।
অকালে ভাসিয়ে, হেলায় ফেলিয়ে
বুঝেছি ভালবাসার আসল মর্ম
উত্যক্ত জীবন, ভীষণ বিরক্তিকর
থাকতে দাও পাশে কিছুক্ষণ
শুধু একটু শীতল উষ্ণতার জন্যে
যেও না তুমি।