ঝমঝম বৃষ্টির সুরে ফোঁটাগুলো যখন
আলতো টোকা দেয় দরজাতে
আশ্চর্য অনুভূতি হয় হৃদে
যেন তুমিই.. দাঁড়িয়ে ওপারে।
মৃদু বাতাসের আলতো ছোঁয়ায়
জানালার কাঁচে খুট শব্দেও
মনে হয় কে যেন ভেসে বেড়ায় বাতাসে
যেন তুমিই..ভেসে বেড়াচ্ছ।
বিন্দু বিন্দু বৃষ্টিধার যখন
টুপ টাপ পড়ে তালুর মাঝে
শীতল বাতাস বয়ে যায় হৃদয় জুড়ে
যেন তুমিই....বিন্দুর রূপে।
আনমনে একাকী চলতে থাকি ঝিরঝিরে বৃষ্টিতে
হঠাৎ করেই আকাশভেঙে মুষলধারে বৃষ্টি নামে
জানালার ফাঁকে কে যেন হেসে উঠে খিলখিলিয়ে
যেন তুমিই... পরিচিত সেই বাৎসল্য হাসি।
কিছুপরে বন্ধ হয় বৃষ্টিধারা
চারিদিকে রংধনু আর নিস্তব্ধতা
কে যেন নিশ্চুপে ছেড়ে যায় শক্ত বাঁধন
সেই পুরোনো নিস্তব্ধতা আর নীরবতা জীবনে
যেন তুমিই....বুঝতে বাকি রইল না আর।
বেহায়া টিপটিপে বৃষ্টির ফোঁটাগুলো যখন পুনরায়
আলতো টোকা দেয় দরজাতে
চেনা চেনা লাগে সে টোকার সুর
পুনঃ মিষ্টিমধুর অনুভূতি হৃদে
যেন তুমিই.. হাঁ, তুমিই ফিরে এসেছো ভুলে!!