মাথা গোঁজানোর আকাঙ্খায় একদল শরণার্থী
এগিয়েছে অনেকখানি দুর্গম পথ একাকী।
নিমিত্তে কাঁটাতারের বেড়া অতিক্রম শুধু সময়ের অপেক্ষা।
ওপারে অবালবৃদ্ধার গীজগিজে ভীড়ে সংকুচিত স্থান
ভীড়ের চাপে ক্রমে ক্রমেই কৃত্তিম ভূমিকম্পের সুস্পষ্ট পূর্বাভাস।

অচিরেই পেছন ধেয়ে আসবে উর্দিধারী বিশালাকার সেনাদল
নিষ্ঠুর সেনানী কঠোর হস্তে দমন করবে বিশৃঙ্খলা
ঠাসা ঠাসা বাক্সভর্তি কার্তুজ অপেক্ষায়,
বর্ষিত হবে নিরপরাধদের ভীড়ের মাঝে
ব্যাপক প্রাণহানির আশঙ্কা অমূলক নহে
আশ্চর্য হবে না কেউ দেখে
রক্তে লতপত কাতারে কাতারে লাশের মেলা
নর্দমার পাশে, ঝোপ জঙ্গলে, নদী ও সমুদ্রের পাড়ে।  

ধীরে ধীরে পাতলা হয়ে আসবে ভীড়
স্বজন হারার আর্তনাদের বিষাদের সুরে মুখরিত হবে বাতাবরণ
পৈশাচিক অট্টহাস্যে দম্ভ সামিল হবে বিজয়উৎসব যাপনে
যেখানে মৃত্যু একটি পরিসংখ্যান মাত্র
হোক না রোহিঙ্গা, সিরীয় বা সোমালিয়ানদের।
যথারীতি মানবতা এগিয়ে আসবে যথাসময়ে
কর্তব্যের খাতিরে  দুমিনিট নীরবতা পালনে
আর একটু হৈ হট্টগোল ও অল্প শোরগোল।

সময় ঠিক ধৃতরাষ্ট্রের মতই নিরুপায় ও অসহায়  
গান্ধারীর ন্যায় চোখে কালো আছ্বাদনের চাদর ঢেকে
নির্বিকারে এগিয়ে চলে আপন গতিতে
আর অদৃষ্ট লিখেই চলেছে যত্নসহকারে ঘটনাক্রমগুলো
ইতিহাসের মলিন পাতায়।