জামাই বাবুর অভিলাষ (রম্য_রচনা)
--
মাত্র দু টাকায় পুণ্য বিকিকিনি হয়
রাতের শহরের কোনও এক ফুটপাতে।
জামাই বাবু, আহ্লাদে আটখানা
এমন সুযোগ কি সহজে করা যায় হাতছাড়া!
জামার পকেটে পুরে সব খোশমেজাজী অভিলাষ
পাড়ি জমায় যোজন দূরে, নেশারু শহর পানে
সাথী কল্পনায়, তন্বীর নাভিতে ঘষা কস্তূরী ঘ্রাণ।
সবুজ ক্ষেত, চেয়ে আছে নগ্ন গোধূলির দিকে
হন হন করে এগিয়ে যায় উদাসী বাতাস।
অবুঝ মন মশগুল নিষিদ্ধ দুয়ারের টানে
খেয়াল করেনি সামনে দাঁড়িয়ে সাক্ষাৎ সর্বনাশ
চিতায় বসে উস্কোচুলো দুর্গেশনন্দিনী,
য়া মস্ত হাঁ করে যেন এখুনিই গিলে খায়
ঘুমহীন শহরের কোলাহল।
বেচারা ল্যাজগোবুরে জামাই!!
পুণ্যি বুঝি আর জুটলো না কপালে
অগত্যা চুপিচুপি ফিরে আসে নিজ কুক্ষে
ভোরের আলো ফোটার আগে।।
কুক্ষ - গর্ত, খাঁচা, বাসস্থান