আতস কাঁচের নীচে কিলবিল করে চিন্তাধারা
পুরোনো দুরবীনের মত আবছা ঘোলাটে দৃষ্টিভঙ্গি
ভাবতে ইচ্ছে করে
শুরু থেকেই ,
ভুল ঠিক কোনখানে?

হাহাকারে অতীব যন্ত্রণা কর্ণদ্বয়ে
ক্ষতবিক্ষত নিরুপায় জনগণ  
অত্যাচারে অতিষ্ঠ জন-জন
পবিত্র মাটিতে নিরপরাধদের রক্তের দাগ
ধীরে ধীরে জমাট বেঁধে কালচেটেবর্ণ ধারিত।

দম্ভের ঠোঁটে পৈশাচিক অট্টহাসি
মুখর বাতাস বিদ্রূপে
স্বৈরাচারী আজ সমস্ত শক্তির একছত্র অধিপতি
গজপতির সিংহাসনে আসীন,
দৃষ্টি শুধু সম্মুখে
পদতলে দলে দলে মৃতের মিছিল
ক্রমশই বাড়তে থাকে।
বিভক্ত সমাজ ধর্মের নামে
বিভক্ত সমাজ জাতির নামে, অর্থের নামে
ভাবলেশহীন, ভ্রুক্ষেপহীন স্বৈরাচারী
বিপন্ন মানবতার বাগান।

অস্তিত্ব রক্ষায় মরিয়া একদল পাগল
দৃঢ়প্রতিজ্ঞ জন জন
শীঘ্রই ফলভোগ করবে স্বৈরাচারী
শাস্তি পূর্ব নির্ধারিত,
শুধু সময়ের অপেক্ষা।
বাড়তে থাকা অসন্তোষ, ধীরে ধীরে
বিশালাকার আকার ধারণ করছে
আকস্মিক বাদল ফাটার অপেক্ষায় জনগণ
সুদিন আসবে শীগ্রই শুধু সময়ের অপেক্ষা।

চূর্ণ হয়েছে অতীতে স্বৈরাচারীদের সমস্ত দম্ভ
রাজার মুকুট হয়েছে ধূলিসাৎ
ফুটেছে প্রজাদের মুখে চওড়া প্রশস্ত হাসি যুগে যুগে
ইতিহাস মিথ্যা বলে না।