রমজানের অন্তিম দিনের ইফতারের শেষে
আমার ছোট্ট চিলতে ঘরের ওপাশে
পছিমের আকাশে উদিত এক টুকরো চাঁদের ফালি
তোমার দেশেও সাঁঝের আকাশে দেখবে তুমি
বাঁকা চাঁদের মিষ্টি হাসি।
খুশির মাঝে হৃদয়ে বিস্বাদের বেমানান সুর
ভাবছি একটি নীলাভ খামে পুরে
বিস্বাদের সে কথাগুলো পাঠাব
তোমার অজানা নিরুদ্দেশের ঠিকানায়।
যদি বিরহের গ্রহণ না লাগে তোমারও মনে
তবে মায়াবী রাতের ঝলমলে আলোয় ভরা
কোনও এক ছোট্ট গলির ভিড়ে ঠাসা বাজারে
কেনাকাটার নেশায় মশগুল থাকবে তুমি।
চিলতে ঘরের বারান্দায় ভাঙা আরাম কেদারায় বসে
কল্পনার চক্ষুতে লোলুপ নজরে
আড়চোখে লুকিয়ে লুকিয়ে দেখবো
খুশীতে উপচে পড়া তোমার মুখের চওড়া হাসি।
মনের কোণে চেপে বসেছে এক অজানা ডর
বিস্বাদের বাদলে আছন্ন হৃদয়
খুশীর ঈদের নামাজ শেষে
কৃত্রিম খুশির কোলাকুলির মোক্ষম ক্ষণে
অপরাগ হৃদয়ের আর্তি শুনে যদি কেউ
কৌতূহলের বশে বুলিয়ে দেয় জ্বলনের মলম
কেমনে বোঝাবো সে অবুঝদের।