ফিরতি সূর্য পাতার ফাঁকে
অন্তঃপর সন্ধ্যা নামতে দেরি নাই
ইচ্ছেরা জাল বুনে কথার
না পাওয়া মুহূর্তকে একবার
খুব কাছে পেতে চাই।
কালের রীতি বিকোচ্ছে দেদারে
পঙ্কিল পথে পদে পদে হোঁচট
চেতনার অভ্যুত্থান যেখানে প্রহসন
ঝাপসা আলোর ঘোর চারিপাশে।
নিঝুম রাতে মায়ের ক্রোড়ে
শৈশবের ইচ্ছেরা কাঁদে
জোনাকি খেলার স্বাদ অপূর্ণ জীবনে
সময়ের অভিশাপে শান্ত ইচ্ছেরা।
জলকণা জমে চোখের কোণে
পুবের জানালাটা খুলে দাও
ঘুমহারা শিশিরের দল ঝরছে
ইশারার জানালায় একফালি চাঁদ।
নিরবধি বয়ে যায় ইচ্ছের বান
হাতছানিতে ডাকে হারানো কাল
ঠিকানাহীন মেঘবালিকা যেন বিরতিতে
চারিদিকে কোলাহল তবুও প্রশান্তি মনে।