শৃঙ্খলার শক্ত বেড়ীতে আবদ্ধ প্রাণ
পরাধীনতার অনুভূতির তাড়না,
ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়া থেকে,
অপূর্ণ ইচ্ছে থেকে,
সদা বঞ্চিত হৃদয়।
মৃত্যমুখে পতিত ইচ্ছেগুলো
মগ্ন অতীতকে আঁকড়ে টেনে ধরে রাখার প্রচেষ্টায়
জীবনের প্রতিটি ক্ষণে
বাঁচার অবলম্বন এখন সর্বাগ্রে,
ইচ্ছের কবলে পুতুল এ মন,
যাযাবরের জীবন যাপনও এখন কল্পনাহীন।
এখনও পরিচিতদের ভিড় আশেপাশে
তবুও খাঁ খাঁ ধূ ধূ প্রান্তর সামনে
মন যেন পানিপথের প্রান্তরের পরাজিত
অতৃপ্ত আত্মা,
সঠিক দিশার খোঁজে এখনও পথভ্রষ্ট
বাস্তুহারা, আশ্রয়ের খোঁজে শশব্যস্ত
আশার জঙ্গলের বিচরণে।
সে খোঁজের ইতিহাস অতি পুরোনো
বার্থদের ভিড় অনেক বেশি সেখানে
নিরাশার উঁচু উঁচু ঢেউ সামনে
তবুও আশা জেগে মনপ্রান্তরে,
শিকল ভাঙা মুক্তির স্বাদ গ্রহণে
বিস্বাদ হলেও ক্ষতি নেই
ডানামেলে মুক্ত গগনে বিহঙ্গের মুক্তির স্বাদই আলাদা
একদম আলাদা,
হোক না সীমিত পরিধি।