ইচ্ছেগুলো ভীষণই ছোঁয়াচে।
ইচ্ছে করে ছোঁয়াচে ক্ষণগুলোকে
অনায়াসেই আস্তাকুঁড়ে ফেলে দিতে।
ইচ্ছে করে ছুঁয়ে দিতে
অনুভূতির ছোট্ট ছোট্ট আবেগগুলো।
ইচ্ছে করে আলতো করে ভিজতে
ঝিরঝিরে সুখ বৃষ্টির ছিটেয়।
ইচ্ছে করে বেহায়া মনকে শোনাতে
বাতাসে ভেসে বেড়া ফাগুনের গান।
ইচ্ছে করে এগিয়ে যেতে
হাতে রেখে দুটি ভাঙা হৃদয়ের ব্যাখ্যান।
ইচ্ছে করে সুপ্ত কষ্টগুলোকে
দেখাতে সকালের বিশুদ্ধ কিরণ।
ইচ্ছে করে তালু-বন্দী করতে
অকাল বার্ধক্যে নুয়ে পড়া যৌবন।
ইচ্ছেগুলো ভীষণই ছোঁয়াচে।
ইচ্ছে করে............।