বিরূপ প্রতিক্রিয়ায় ক্লিষ্ট মন
শেষে পড়ে থাকে শুধু হতাশা আর আবেগ।
অন্তদ্বন্ধের একটি ক্ষীণ ইঙ্গিত ছিলই
জল্পনা তৈরি হওয়াও স্বাভাবিক ছিল
তবে নজর এড়িয়ে যাবে স্বপ্নেও ভাবিনি
যদিও শিরোনামে আসেনি কারও নাম
কে ভূল ছিল? কার ভুল ছিল?
কি ভুল ছিল? কেন ভুল ছিল?
কি ঠিক ছিল? কেন ঠিক ছিল? ইত্যাদি ইত্যাদি।
সাদামাটা প্রশ্নগুলো জলের মতোই স্বচ্ছ
কিন্ত উত্তরগুলো বাস্তবে মোটেই সহজলভ্য নয়
ধীরে ধীরে বন্ধুত্বের সুতো কিছুটা আলগা হয়েছে
আর সম্পর্কের জটিলতা তো রয়েই গেছে
সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান দুজনের
সত্য মিথ্যার বিতর্কে উত্তাল হৃদয় ও মন!!
শতাব্দী পুরনো আধ্যাত্মিক ঐক্যে বেড়াজালে
কে আপন হৃদয় না মন?
কার কথাই বা শুনি, ভেবে পাচ্ছি না কুল।
অযথা অপচয় হয়েছে অনেকই দুর্লভ ক্ষণ
একটা শক্তপোক্ত সিদ্ধান্ত নেয়া অত্যন্ত জরুরি ছিল,
দীর্ঘ লড়াইয়ের শেষে আসে এক মাইলফলক
অল্প সল্প উত্তপ্ত কথোপকথন শেষে
মুছে যায় মনের সমস্ত গ্লানি,
আর নিকটে হৃদয় মুচকি হাসে।