পুরোনো দিনের হাল-হকিকতের খাতা
আলমারিতে পড়ে অনাদরে
বিবর্ণ স্মৃতির পাতাগুলো
শেষ কবে যে ছিল শিরোনামে
আর মনে পড়ে না
পুরু ধুলোর আস্তরণ, হাঁসফাঁস হরফ
অসহায় , বেবশ, নির্জীব উপায়হীন ।
দরজার ফাঁকে আটকে রোশনির দিশা
পথভ্রষ্ট, অজানা পথ
অনুযোগের অন্তহীন ফিরিস্তি
কিন্তু গলে যায় সময়ের প্রবাহে
ঠিক যেমন লবণ জলে ভিজে।
উঁচু উঁচু সমুদ্রের ঢেউয়ের মাঝে
শান্ত, স্থির বুদ্ধের মত ধ্যানে মগ্ন
জীবনের ব্যাকুল রঙ,
ইচ্ছের প্রতিকূলে সাঁতরে এগিয়ে যায় নির্ভয়ে।
আরও এক ঋতুর নিঃশব্দে পরিবর্তন
সূর্যের তেজ ক্রমশঃই দোদুল্যমান
আঁকড়ে ধরি প্রাণপনে প্রতিটি ক্ষণ
বিবশ হাতদুখানি ঢাকা পুরোনো চাদর তলে।
সামনে ক্রমশই এগিয়ে আসে আশার দীপ
অন্ধকার ধীরে ধীরে পিছুটানে দৌড়ে
কিছুক্ষণেই উজালায় ভরে উঠবে পৃথিবী
ব্যস্ত গলি অপেক্ষায় চিরপরিচিত রোজনামচার।