তপ্ত মাটি ফেটে চির চির চৌচির
বৃষ্টি বিন কঙ্কাল সম চেহেরা ধরণীর
কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা
চিরদুঃখী বেচারা চাষীর কপালে
অকালে বৃদ্ধ আকাশ পানে চেয়ে চেয়ে।
ক্ষয়িষ্ণু পৃথিবীর বুকে তীব্র দাবদাহের ছোঁয়া
লাগবে না কি আসমানের বুকে?
লাগবে, সে তো শুধু সময়ের অপেক্ষা মাত্র
আসমান তুমিও করবে অনুভব সে উত্তাপের।
দোহাই তোমায় হে বৃষ্টি , সময় করে
এ বছর ঝর তুমি ঝর ঝর করে
দেখো বন্ধক কারও ঘর, কারও বাড়ী
কারও শেষ সম্বলটুকুও বন্ধক মহাজনের কাছে
কেউ কেউ আকন্ঠ ডুবে দেনার দায়ে
খাজনাও তো অনেক বাকী এখনো সরকারের ঘরে।
জোটেনি দুমুঠো ভাত ডাল বেচারা চাষীদের পাতে
শুরু হয়েছে আবার সেই আত্মহত্যার পুরোনো খেলা
কত চাও আর প্রাণের বলি? ক্ষান্ত হও
বেচারা গরীব চাষীদের বিন্দু বিন্দু রক্তে
সিক্ত হবে না পৃথিবীর মাটি
সে রক্তে মিটবেও না ধরণীর আশ।
বৃষ্টি তুমি ঝর,এ বছর এমন ঝর, ঝরঝর করে
ভরে যাক সব নদী নালা খাল বিল
সুপ্ত শূণ্য কুয়ো তুমিও ভরে নিও আকন্ঠ
তৃপ্ত হোক পৃথিবী, তৃপ্ত হোক প্রকৃতি
করুক পান আঁজলা ভরে সে বৃষ্টি
বয়ে আসুক খুশির বন্যা ধরার কোণে কোণে।