#হাবাগোবা
.
একটা মানুষ, হাবাগোবা
লড়বে আস্ত পৃথিবীর সাথে!!
অহমিকার চাদরখানি
সরলেই সম্পূর্ণ উন্মুক্ত হবে নীলাকাশ
দাঁত বের করে হাসবে হিহি করে।

নেশার জলসা মগজের কোণে
হাঁটেনি কোনোদিনই ফেস্টুন হাতে
হয়নি পূরণ পালকি চড়ার আহ্লাদ!
নির্বাক বেচারা! হাবাগোবা

মনে আঁশটে হৈ হুল্লোর
হৃদয়ে কুটকথামালার ফুলঝরি
যত্ন করে আঁচড়ায় চুল
ভদ্রলোক, ভদ্রলোক ভাবটা দেখাতে।

যে হাতঘড়িটি অযত্নে পড়ে ছিল
তার নতুন মনিব সেজেছে
মানুষটি এখন আর হাবাগোবা মোটেও না
বেশ হোমরা-চোমরা হত্তাকর্তা
রক্ত চলাচলও করে উনার আঙ্গুলি হেলনে
বেশ তার নামডাক।।

ক্যাবলামির একটা সীমা থাকা উচিত
কাপুুষোচিত হম্বিতম্বি, মসকরা
বুনো অহংকার যেন সাত পুরুষের সঞ্চিত ধন
তোষামোদির টসটসে রসে ভেজা!!
দাসত্বের মানসিকতাই ছাড়া আর কি?

বেচারার সম্মানে ভূষিত,
আজীবনের প্রাপ্তি।
কুটিল বুদ্ধিতে ঠাসা, তবুও হাবাগোবা!
বিশ্বাস হয় কি?