পোলাওয়ের সাথে মাংসের পদটি খাসা হয়েছে
নীল রঙের নেহেরু কোট পরিহিত
দাদুর মুখে অমলিন হাসি
অনেকদিন পর জম্পেশ খাওয়া দাওয়ার আয়োজনে।
কাকতলীয় বটে, কিন্তু নিজবনে উদ্বাস্তু বাঘরোল
মন্বন্তরে বন্ধ হয়েছে অনেক আটাকল
কিন্তু এখনও মানব পিষে বিনা যাঁতাকলে
অনাহারে মৃত্যুর মিছিল ক্রমশই দীর্ঘকার।
দেদার প্রতিশ্রুতির অসার ঘোষণা নিষ্ফল
সন্দেহ আরও গাঢ় হয় লজ্জাহীন উদ্যোগে
অবশ্য , সংবাদপত্ৰের পাতায় মাঝে মাঝে
টুংটাং শব্দ নিঃশব্দে ঝড় তোলে
ব্যস ওই পর্যন্তই।
এবিসিডি লিখতে লিখতে বিস্ময় বালক
আড় চোখে দেখে প্রযুক্তির মোহময় রূপ
দিব্যদৃষ্টিতে পুরোপুরিই পরিস্কার সামনের পথ
দেশে লুন্ঠনের রাজ চলছে
সভ্য সমাজ, এখনও আচ্ছন্ন গভীর ঘুমে
বিস্মিত ,জেগে উঠবো কিনা ভাবছিলাম
না ঘুমিয়েই থাকবো চিরকাল নিশ্চিন্তে।