প্রতিদ্বন্দ্বী চেয়েছিলাম, প্রতিযোগিতাও
বাসনা ছিল মনে শুধু সাফল্য আর জয়
কিন্তু অনুমেয় ছিল না বিনা প্রতিদ্বন্দ্বিতার,
সহজেই হেরে,নিয়ে যাবে জীবনের সমস্ত পরিতোষ।
বিজয়ী মন ,তবুও ছন্নছাড়া,
বিষণ্ণতার বাদলে ঢাকা
নিস্তব্ধ পৃথিবী, নিস্তব্ধ মন অঙ্গন
আলো আঁধারির খেলায় মগন আশপাশ
রূপালী জোছনার প্লাবনে ডুবে প্রকৃতি
কিন্তু এখনও নিস্তব্ধতা মনের দুয়ারে
শুকনো পাতার মর্মর ধ্বনি
খান খান করে হৃদমাঝর
নিঝুম দ্বীপ, একাকী পথিক
দিশাহীন পথ, সাথী রাতের নিস্তব্ধতা।
জোয়ারের প্লাবনে ডুবেছে সব আশা
আঁধারের রূপ বড়ই কালো, বীভৎস
নিজেকেই খুঁজি গহীন আঁধারে
জিতেও হারিয়েছি জীবনের সমস্ত খুশি,
ঠুনকো অহংকারের কাছে
এবার করেছি পণ গোপনে, নিশ্চুপে
শুধুই পরাজয়ের।