সুখের উদ্যান জর্জরিত ঘনঘোর অমানিশায়
মস্তিষ্কের গিরিখাতে বহে বর্বরতার চোরা স্রোত
ঘোলাটে চশমার কাঁচে পুরু খয়েরি মলাট
উন্মাদনার নিত্য নতুন উৎসাহে ভরপুর মন।
মস্তিষ্ক কাননে জন্মে অজীবিত তুন্দ্রাঞ্চল
স্বত্তার গভীরের ডাক, তবুও নিরুপায় মনকানন
খুলির গহীনে চলছে চেতনাহীন মনের হত্যালীলা
পবিত্র বাগানে টকটকে রক্তের প্রলেপ
বিষাক্ত বিন্দুজলে সিক্ত তরতাজা অনুভূতি
বিদ্যমান স্রোতের কাছে হার মানে
নোনা স্বাদ লেগে এখনও ঠোঁটের কোণে।
নরম আগুনে উজ্জ্বল মায়াময় চতুষ্কোণ
নৈঃশব্দের কোমল ঝড়ে অস্থির, দুটি চোখ
মিছেমিছি বৃষ্টিতে উম্মোচিত হয় পৃথিবী অযথাই
প্রিয় রংগুলো একান্তই আপন থাক
দূরে থাক ঠিকানাহীন অনেক প্রশ্নগুলো
বেলাশেষে বৃষ্টির ছাঁটে অল্প অল্প শীতলতার আস
সিগবাতুল্লা রশীদির আত্মা তৃপ্ত পিতার গর্বে
নিশ্চিন্তে ঘুমিয়ে পরকালের ছোট্ট কবর ঘরে।