ঘৃণা করার পর্যাপ্ত কারণ ছিল না
ছিল না নুন্যতম সময়টুকুও
আমাকে বাধা দেবে
পরলোকের যাতনার আজগুবি চিন্তা
বিশ্বাস করিনি।
কবরের ইতিহাস চির সত্য
শুনে এসেছি সেই বাল্যকাল থেকে ।
জীবনের শেষ দিনগুলি পর্যাপ্ত ছিল না
পারবো না হয়তো আর শেষ করতে “শত্রুতা”!!
প্রেমের মায়াজালে আপন করে নেওয়ার
যথেষ্ট সময় ছিল ছিল হাতে
কিন্তু বহে গেছে খরস্রোতা নদীর মত
আজ আমি নিঃস্ব।
ভালবাসার কাঙাল।
সামান্য পরিশ্রম, আমি ভেবেছিলাম
আমার জন্য যথেষ্টই ছিল।।
ভুলগুলো, আজ চোখের সামনে তাণ্ডব করে।