এত ঘুম তোর চোখে?
ওঠ না মা, আমার সোনা!!
দেখ! বাইরে ঝলমলে আলোর মেলা
কে নেই সেখানে!
আছে উদাসী রাতের বাসি ক্ষণ,
প্রভাতের মিষ্টি মধুর আবেগ,
আছে ছোট্ট ছোট্ট হাসি-খুশি,
হর্ষ-বিস্বাদ আর আনন্দ সব মিলেমিশে একাকার।
দেখ, তোর প্রাণপ্রিয় মাকড়সার জালে
আটকে এক ফড়িংয়ের হম্বিতম্বি।
দেউড়িতে বসা বেড়ালটি করুণ দৃষ্টিতে কিছু খোঁজে
দেখ না মা, মিষ্টি রোদের পরশে মনমোহি আবেশ
একদল উড়ন্ত বাদল হাতছানি দেয়
আর কচি ঘাসের ডগায় মোতি চিকমিক করে।
তুই ছাড়া, উদাসীন খেলার ঘর
অনাদরে ধুলোয় গড়াগড়ি খায় পুতুল
তোর প্রাণ প্রিয় বর-কনে বিয়ের পিঁড়িতে বসে,
অপেক্ষায় শুধু পুরুতের
ফিরে আয় মা!!
কিৎ কিৎ খেলার রেখাগুলো আর চেনা যায় না
কত দাগ কাটবো! বল,
তোর মায়ের ঈষৎ বাঁকা হাসি আর দেখি না
একেবারে শূন্যতায় ভরা জীবন
খুবই খালি খালি লাগে,
আর কত ঘুমাবি?
ফিরে আয় না মা বাবার কোলে
ফিরে আয়!!