উলঙ্গ আকাশে ডোমরুর বাদন
আর ভালো লাগে না মিছে অহমিকা
বাস্তবতার তত্বহীন মত্ততায় কান্না ঝরে
যৌবন দোলে ফাগুনের আগুয়ানে
কাঁসার বাটি বড্ড বেশি শোরগোল তোলে
আঙিনার ক্ষয়িষ্ণু তলে পড়ে মন
সুখের অভিধানে দীর্ঘশ্বাস ঝরে
রঙ মাখা শিমুল শাখে ক্লান্তির দুপুর
বিধর্মী পুরোহিত দীর্ঘদিনের অন্তে
ঋতুরাজের ডাক কি পারে ফেরাতে?
বাড়ন্ত কিশোর সদ্য যৌবনে পা দেয় চুপিসারে
বালুঝড় নিঃশ্বাসে মনে গেঁথেছে কৃষ্ণচূড়া লাল
বাসন্তী যৌবনে চুপিচুপি আগমণ
রক্তকরবীর মনের চাতালে
জমুক না রমরমা প্রেম রাধাশ্যামের।
* বাংলা-কবিতা ডট কম থেকে অন্যায় ভাবে কবিতা চুরি করে ফেসবুকে পোস্ট করলে তৎক্ষণাৎ ধরার উপায় আছে।
* আইনের লঙ্ঘন করলে যথারীতি ব্যব্স্থা নেওয়া হবে।