ছোট্ট মনের গুচ্ছ ভাবনা
কল্পনার দেরাজ খুলে
পাড়ি জমায় মধ্য গগনে
আকাশ জুড়ে রঙিন আঁকিবুকি
তুলেছে আলো আঁধারির রঙ
এ যে খামখেয়ালি আঁকিবুকি নয়
নিপুণ তুলির ছোঁয়া,সুনিপুন সৌকর্য
মনের সুখে এঁকেছে কালবৈশাখীর বর্ণনা।
পশ্চিমের আকাশে ঝড়ের পূর্বাভাস
ধীরে ধীরে একত্রিত হচ্ছে জমানো রোষ
টালমাটাল শিল্পীর সুনিপুন সৌকর্য
উত্তপ্ত বাতাসে নবরূপায়নের ধারা
রুক্ষ ধরা বিন্দু বিন্দু বৃষ্টির অপেক্ষায়
মৃদু বাতাসে ভেসে যায় বৈশাখের সাজ
অপেক্ষা এখন শুধু সন্ধ্যার প্রাক্কালে
তান্ডবের কালবৈশাখীর ঝড়,
সমানে মুষুলধারে বজ্রবৃষ্টি।
ঈশান কোণের রক্তিম আভা ক্রমেই নিস্তেজ
ছিন্ন ভিন্ন বজ্রনিনাদের মিথ্যা আস্ফালন
বহুরূপী রুদ্ধতা, সাহসিকার মহাঘূর্ণি চূর্ণ বিচূর্ণ
বর্ষ বদলের প্রস্তুতি যেন ফিকে
বৃষ্টির ছোঁয়া জুড়ালো না দহনজ্বালা
আকাশের প্রমত্ত রূপেও মুগ্ধ হল না নয়ন
ঝড়ের তাণ্ডবে নেচে উঠল না ক্লান্ত-শ্রান্ত শহর।