মিষ্টি হাসি চাঁদের কোণে
খুশির জোয়ার কচিকাঁচাদের প্রাণে
নতুন জামা, নতুন জুতো
বাহারি টুপি মাথায় সাজে।
প্লাবনের জোয়ার খুশীর নদীতে
করুণার ধারা পাষাণ হৃদয়ে
উল্লাসের ধারা রাগ অনুরাগের প্রাচীরে
মুছে ফেলে বুকের ব্যথা
আনন্দের ধারা হৃদয় মাঝে
ভাঙলো সব ধৈর্যের বাঁধন।
বুকে ভরে খুশির বাণী
কণ্ঠে ভরে মধুর বাণী
ছড়িয়ে খুশবু সুগন্ধিত আতরের
ধনী, গরীব সবাই মিলে
গাঁয়ের সেই ঈদগাহ ময়দানে
পড়ব নামাজ সবাই মিলে।
এলো রে ভাই খুশীর ঈদ
এলো আবার খুশীর ঈদ।