# একুশ তুমি একুশ
একুশ তুমি একুশ
রক্তস্নাত বাংলা বর্ণমালা
প্রাণ জুড়ানো মায়ের ভাষা
তুমিই অহংকার, গর্বের ভাষা।
একুশ তুমি একুশ
খাঁ খাঁ করা মায়ের স্মৃতি
কোলশূন্য বীরাঙ্গনার অজানা গাঁথা
অসংখ্য মায়ের অশ্রুসিক্ত ধারাপাত।
একুশ তুমি একুশ
নক্ষত্রপুঞ্জের মত উজ্জ্বল
উপেক্ষা করা সহস্র বুলেট
অযুত কথার লৌহ কবজ।
একুশ তুমি একুশ
লুকোনো বীজের চেতনা
একাত্তরের সুষম ফসল
তোমার আমার সকলের অধিকার।
একুশ তুমি একুশ
আলপনা মাখা শহীদ মিনার
প্রভাতের তাজা ফুলের সমাগম
জাতিধর্ম নির্বিশেষে প্রভাত ফেরি।
একুশ তুমি একুশ
বিশ্বের আদর্শিক দৃষ্টান্ত তুমি
জাতির নতুন দিগন্তের সাক্ষাৎ
রক্তে রঞ্জিত মুক্তিযোদ্ধার কাব্যিক প্রতিবাদ।
একুশ তুমি একুশ
ভাষা শহীদদের স্মৃতি, আত্মত্যাগের প্রতীক
সমগ্র বাঙালীর জাতিসত্তার মর্যাদা
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'।।
######## $$$$$$#######$