একদিন ঠিক খুঁজে নেব হারানো ঠিকানাটি
ঠাসা ভিড়ের মধ্যে থেকে
দিনশেষে ক্লান্ত বৃক্ষ অভিমানী
নিকষ কালো আঁধার নেমে আসে নীরবে।
বিরক্তি ভরা ক্লান্ত আঁখি
প্রাণখুলে নিঃশ্বাসের বিনিময়ে হারিয়েছে অনেক কিছু
বড় বেমানান মৌলিক অধিকার
সংরক্ষণের অঘোর ঘুমে আচ্ছন্ন।
প্রদীপের নীচের অন্ধকার এখনও অসহায়
শুধু বেড়েই চলেছে তফাৎ
কখন যে বেহিসেবি সন্ধ্য নেমেছে চুপিসারে
পরিকল্পনাহীন,
যুগান্তরের স্বপ্নে বিভোর নবপ্রজন্ম।
পরাধীনতার আকাশে নতুন সূর্য
ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে আভা
জ্বেলে দিয়ে বিবেক।
ইচ্ছেরা আজ সাবালক, বাধাহীন
নতুন আশায় বুক বেঁধে
ভুবনের অনাসৃষ্টির কালিমা দূর করতে।
যেটুকু বিস্বাদ, বরাদ্দ থাক সযত্নে
আজও ইচ্ছের দেরাজে।।