এক মুঠো আসমান
অক্লান্তে খুঁজি ফিরি সারাটাদিন
ধীরে ধীরে ফুরিয়ে আসে দিনের আলো
সূর্য যায় ঢলে পশ্চিমের আকাশে
নেমে আসে গহীন আঁধার
বৃথা গেছে সব আশা অভিলাষা
মিটে গেছে সমস্ত চাওয়া পাওয়া
ঝুলে আছি মহাশূন্যে
পৃথিবী এখনও কয়েক হাত দূরে।

ব্যাস এখন শুধু,
একমাত্র আশা "এক টুকরো জমিন "
যদি মেলে পায়ের তলে
আসমান তো ঠিক খুঁজেই পাবো
কোনও না কোনও একদিন।