আমি এক সাধারণ নড়বড়ে জরাজীর্ণ চৌকি
আসীন সময়ের অন্তিম ক্ষণের সম্মুখীনে
অতিষ্ঠ ঘুণপোকাদের অত্যাচারে
বীতশ্রদ্ধ ছারপোকার পালের অবাধ বিচরণে
তেলচিটে কাঠের পাটাতনে মাদুরও জোটে না,
অনেক আক্ষেপ হয়
প্রতিদানে পেলাম কি জীবনে?
ব্যস, উদার হৃদয়ের কঞ্জুস কর্তা।
অনেক বর্ণময় ছিল যৌবনের দিনগুলি
কর্তার শৈশবের অশান্ত দিনগুলি কেটেছিল
আমার বুকের উপর হেসে খেলে।
কর্তা গিন্নির চুপিচুপি অনেক প্রেমালাপের সাক্ষী ছিলাম
বেশ উপভোগ্য ছিল হারানো সময়গুলো
আর ভাল্লাগে না।
মৃত্যুও আশা করা বৃথা
যদি মনিব গত হন তবেই আলাদা ব্যাপার
এদিকে ছোটকর্তার তিরিক্ষি মেজাজ
কথায় কথায় অনেক রাগ বিটকেলে বস্তুর উপর
তার দাঁত কটমটে শরীর হিম হয়ে আসে
নিশ্চিত বিদেয় আসন্ন, অশীতিপর মনিবের অন্তিম স্বাসের সাথেই।
হয়তো শ্রাদ্ধের রান্না নিশ্চিত আমার অবশেষ দিয়ে
নিশ্চুপে পৃথিবীর বুক থেকে বিদায় নেব
এক ফোঁটা অশ্রুজলও ঝরবে না বিরহে
অপেক্ষায় নতুন সুসজ্জিত বিলাতি সোফাখানি
আমার স্থান দখল করবে শিগ্রি
শোভাকিত করবে নতুন মনিবের হৃদয়খানি।
না, কোনও লাভ নেই ভেবে, কষ্ঠই বাড়বে
সময়ের সাথেই সমঝোতা করাই শ্রেয় হবে
আর ট্র্যাডিশন এভাবেই চলবে।